ঢাকা: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে ছাত্রলীগের পূর্বঘোষিত আনন্দ মিছিল কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠান কর্মসূচিও বাতিল করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলার প্রতিদিনকে এ তথ্য জানান।
তিনি বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকাভিভুত প্রধানমন্ত্রী।
এর আগে, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য-সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি তার ক্ষুরধার লেখনির মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সৈয়দ হকের অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যত পাথেয় হয়ে থাকবে।’
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তিনি বর্তমানে ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে অবস্থান করছেন। ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।