গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধায় এক যুবককে পুলিশে
চাকরী দেয়ার কথা বলে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪
প্রতারককে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে গাজীপুর জেলার
জয়দেবপুরের কুনিয়াপাছর গাছা রোডের এরশাদুল হক শেখের ছেলে হামিদুর
রহমান (২৮), অপর ছেলে আবু হানিফ (৩২), একই এলাকার রমজান আলীর ছেলে
আবু হানিফ (২৫) ও গোপালগঞ্জের মিয়াপাড়া এলাকার মৃত শেখ আব্দুল
হালিমের ছেলে ওয়াহেদুজ্জামান রিটন (৪৫)।
সদর থানা সুত্রে জানা গেছে, আটককৃতরা গাইবান্ধা শহরের পূর্বপাড়ার
এনামুল হকের ছেলে বাবুল হোসেনকে চাকরী দেয়ার কথা বলে আড়াই লাখ
টাকা হাতিয়ে নেয়। নিয়োগপত্রের পর আরও সাড়ে ৪ লাখ টাকা প্রদান করতে
হবে বলে এনামুল হকের সাথে এক চুক্তিনামাও করে অভিযুক্ত প্রতারকরা।
গোপালগঞ্জের শেখ ওয়াহেদুজ্জামান রিটনের সাথে পুলিশের উর্দ্ধতন
কর্তৃপক্ষের গভীর সম্পর্কের কথা বলে চাকরী দেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে
এনামুল হক ওই টাকা তাদেরকে প্রদান করেন। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর পুলিশ
লাইনে নিয়োগের ইন্টারভিউয়ের পরদিন উর্দ্ধতন কর্তৃপক্ষের জন্য আরও সাড়ে
৪ লাখ টাকা প্রদানে তারা চাপাচাপি করলে এনামুল হকের সন্দেহ হয়। তিনি
তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে
যায়। পরে গত মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা সদর থানায় এব্যাপারে একটি
প্রতারণার মামলা দায়ের করা হলে ওই ৪ প্রতারককে জেলহাজতে পাঠিয়ে দেয়া
হয়। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান
জানান, প্রতারকদের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করা সম্ভব হয়েছে।