পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মসজিদের দানকৃত মালামাল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে
প্রতিপক্ষের হামলায় একজন রক্তাক্ত জখম হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি উপজেলার গজালিয়া মসজিদের সামনে শুক্রবার জুম্মার নামাজের পর। এ
ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার
গজালিয়া গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের পুত্র হায়দার আলী (৫০) ও তার ছোট
ভাই জিয়াউর রহমান জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসে। এ সময়
মসজিদে দানকৃত লাউ ও মিষ্টি কুমড়া ডাকের মাধ্যমে ৫৫ টাকায় খরিদ করে।
কিন্তু একই এলাকার মৃত খোদাবক্স মোড়লের পুত্র লোকমান মোড়ল এতে বাঁধ সাধে।
এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হলে লোকমান তার হাতের ছাতা দ্বারা
হায়দারকে মাথায় আঘাত করে। এ সময় হায়দারের ছোট ভাই জিয়াউর ঠেকাইতে
এলে লোকমান মোড়ল, আবু বক্কার মোড়ল, ওবাইদুল্লাহ, বাবু, আযম, রাসেল সহ তাদের
সঙ্গীয় লোকজন হায়দার ও তার ছোট ভাইকে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে
হায়দার রক্তাক্ত জখম অবস্থায় বেহুশ হয়ে পড়লে লোকমান গংরা চলে যায়। তার অবস্থা
বেগতিক দেখে স্থানীয় মুসল্লীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এলাকায় উভয়ের পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায়
মামলার প্রস্তুতি চলছিল।