গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার মহিমাগঞ্জস্থ রংপুর
চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি অবৈধ দখলকারিদের
কাছ থেকে উদ্ধারের দাবিতে শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ
স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। চিনিকলের আখচাষী, শ্রমিক-
কর্মচারী ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচীতে
অংশ নেয়। শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বন্দর প্রদক্ষিণ
শেষে রেল স্টেশনে এসে অবস্থান নেয়। সকাল ৯টায় সান্তাহার থেকে
লালমনিরহাটগামী ২১ নং আপ পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনের
ডাউন হোম সিগনাল পাড় হয়ে পাটফর্মে ঢোকার সময় সেখানে
অবরোধকারীরা লাইনের উপর শুয়ে পড়ে। সকাল থেকেই সেখানে বোনারপাড়া
রেলওয়ে থানার ওসির নেতৃত্বে একদল রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য
এবং গোবিন্দগঞ্জ থানার পুলিশ সেখানে অবস্থান নেয়।
এর আগে মহিমাগঞ্জ রেলস্টেশন চত্বরে চিনিকল শ্রমিক-কর্মচারী
ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে এক
সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক
ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, স্থানীয় আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা
আব্দুল ওয়াহেদ বিএসসি, জামিল আহমেদ, খন্দকার হামিদুল ইসলাম,
আতিকুর রহমান আতিক, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী
প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর
রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুস ছালাম, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু
প্রমূখ।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন
নিরব ভূমিকা পালন করছেন। ফলে অবৈধদখলদাররা দাপটের সাথে সেখানে
অবস্থান করছে। তারা চিনিকলের অবকাঠামো, যানবাহন এবং আখক্ষেত
ক্ষতিগ্রস্ত করছে। এতে চিনিকলের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হচ্ছে।
আগামী ৮ অক্টোবরের মধ্যে ওইসব দখলকারিদের উচ্ছেদ করা না হলে একযোগে
রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হবে।
পরে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জের সহকারী
কমিশনার (ভূমি) আহম্ধসঢ়;দ আলী ওই ঘোষিত সময়ের মধ্যেই সৃষ্ট সমস্যার
সমাধানের আশ্বাস দিলে রেলপথ থেকে অবরোধকারিরা তাদের অবস্থান
কর্মসূচী প্রত্যাহার করে নেয়।