মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
পুলিশই জনতা , জনতাই পুলিশ স্লোগানের মধ্য দিয়ে ঈশ্বরদী থানার
আয়োজনে সাঁড়া ইউনিয়ন শাখার কমিউনিটি পুলিশং এর সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে সাঁড়া ইউনিয়ন পরিষদ মিলাতয়াতনে
এই সমাবেশ অনুষ্ঠিত হয় । ঈশ্বরদী উপজেলা যুবলীগের সিনিয়র সহ
সভাপতি ও ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা
সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী
থানার অফিসার ইনচার্জ রমজান আলী । এসময় বক্তব্য রাখেন সাঁড়া
ইউনিয়নের পুলিশিং কমিটির আহবায়ক ও আওয়ামীলীগের সভাপতি
জমশেদ আলী সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, ঈশ্বরদী থানার এস,
আই আঃ রাজ্জাক, এস,আই মনোয়ার হোসেন,সাঁড়া ইউনিয়নের
সাবেক মহিলা সদস্য চায়না বেগম, ইউপি সদস্য সাইফুদ্দীন খাঁন,
সাঁড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সজল সরদার,
আমরা মুক্তি যোদ্ধার সন্তান সংঘের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি
আকরামুল ইসলাম রতন প্রমুখ । এছাড়া সাংবাদিক, সাঁড়া ইউনিয়নের
ইউপি সদস্য বৃন্দু ও কমিইনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত
ছিলেন । অনুষ্ঠান পরিচালনা করেন সাঁড়া ইউনিয়ন পরিষদের সচিব
শহীদুল ইসলাম । সমাবেশে বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ
সহ বাল্য বিয়ে র্নিমূল করা প্রতিশ্র“তি দেন ।