মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি
আজ বেলা ১২টায় আত্রাই উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যগে নওগাঁ জেলা প্রশাসক ড মোঃ আমিনুর রহমান মহোদয়ের সাথে আত্রাই উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে নওগাঁ জেলা প্রশাসক ড.মোঃ আমিনুর রহমান প্রধান অতিথির আসন গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেয়া, ভাইস চেয়ারম্যান একরামুল বারী (রঞ্জু), মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার্স ইনচার্জ বদরুদ্দোজা সরকার, আত্রাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকতারুজ্জামান,উপজেলা আওয়ামীলীল সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদদল, গজারিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,আত্রাই উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারন সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আত্রাইয়ের সার্বিক দিক নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। বিশেষ করে আত্রাইয়ের উন্নয়ন,শিক্ষা,আইন শৃংখলা,স্যানিটেশন,পরিবেশ, রাস্তাঘাট নিয়ে ব্যাপক আলোচনা করেছেন উপস্থিত জনপ্রতিনিধির ও সূধী জনরা।