জেলা প্রতিনিধি নাটোরঃ
পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জামায়াতের আমীর ও শিবির সভাপতি সহ আটক-৬৩
দেশ ব্যাপি জঙ্গী দমনে সপ্তাহব্যাপী সাঁড়াশী অভিযানের অংশ হিসাবে পুলিশের বিশেষ
অভিযানের চতুর্থ দিনে নাটোরের বড়াইগ্রাম জামায়াতের আমীর ও এনএস কলেজের
শিবির সভাপতি সহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। গত কাল মঙ্গলবার রাতে পুলিশের
সাঁড়াশি অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে
জঙ্গী সংগঠন সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ। নাটোর জেলা সহকারি
পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চলমান অভিযানে রাতে নাটোর জেলার বড়াইগ্রাম
উপজেলা জামায়াতের আমীর আবুল হাশেম এবং এনএস সরকারী কলেজ শাখা শিবিরের
সভাপতি নাজিম উদ্দিন সহ বিভিন্ন মামলার পলাত আসামী সহ ৬৩ জনকে আটক করা
হয়। এসময় শহরের হুগোল বাড়িয়া এলাকা থেকে লিফলেট, জিহাদী বই সহ বেশ
কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটককৃ তদের সাথে জঙ্গী সংগঠন সংশ্লিষ্ট
রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য বিশেষ অভিযানে গত চার দিনে মোট
২২১জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।