লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদে অভিযান
চালিয়ে বুধবার উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে ১শত ৮০পিছ ইয়াবাসহ মাদক
সম্রাজ্ঞি লাকি বেগম(২৮)কে আটক করছে। এ সময়ে লাকি বেগমের শ্বামী
জসিম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
থানার এস আই সৈয়দ সানাউল জানায়,স্থানীয় জনগণের সহায়তায় রামগঞ্জ ও
চাটখিল উপজেলা সিমান্তবর্তী মুক্তারপুর গ্রামের জসিম উদ্দিনের বসত ঘর
থেকে ১শত ৮০পিছ ইয়াবাসহ মাদক স¤্রাঞ্জি লাকি বেগমকে আটক করতে
সক্ষম হয়েছি।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানায়, ধৃত লাকি
বেগমকে রামগঞ্জ থানার পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে
তাকে কোর্টে সোপর্দ করে।
ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ মানিক জানায়, লাকি বেগমসহ তার শ্বামী
জসিম উদ্দিন দীর্ঘ কয়েক বছর যাবত মাদক ব্যবসা চালিয়ে ওই এলাকার
যুবসমাজকে বিপদগ্রস্থ করে। লাকি বেগমকে আটক হওয়ায় ভোলাকোট
ইউপি জনগণের মনে স্বহস্থি ফিরে আসছে।