নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারস্থ এলাকায় র্যাব-৫
অভিযান চালিয়ে মাদক দ্রব্য সেবনকারী ,মোবাইল ফোন. নগদ টাকা সহ
৮ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব । র্যাব অফিস সূত্রে জানা
যায়, গোপন সংবাদের ভিক্তিতে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার
মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে র্যাব-৫ এর সিপিসি-২
নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাত আনুমানিক ৯ টার
সময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা
করে,মহিষ ভাঙ্গা সাং এর মৃত আইনুল হকের পুত্র মাদক ব্যবসায়ী জিল্লুর
রহমান (৩৪).কালীকাপুর সাং- এর মৃত আঃ খালেক পুত্র আবুল বাশার (৩৩).
বনপাড়া সাং এর শ্রী নারায়ন সরাকারের পুত্র মৃদুল কুমার সরকার (৩৬),
বনপাড়া সাং- এর মফিজ উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৪). মহিষ ভাঙ্গা
সাং- এর মৃত নজরুদ্দিন মোল্লার পুত্র কামাল মিয়া(২৫), কালিকাপুর সাং-
এর সাইদুর রহমানের পুত্র শাকিল হোসেন (৩৪), বনপাড়া সাং-এর জাফর
আলীর পুত্র ফারুক (২৬), সর্ব থানা বড়াইগ্রাম,কদিমচিলা ( গোদরা
বাজার) সাং- এর আব্বাস আলীর পুত্র মহিবুর রহমান(৩০) আটক করেন ও
২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম হিরোইন,২০০ (দুই শত) গ্রাম গাঁজা, ২
(দুই) বোতল ফেন্সিডিল,৯(নয়) টি মোবাইল ও নগদ ৮৬০০( আট হাজার
ছয় শত) টাকা জব্দ করেছ ।