শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ার মাকড়াইল গ্রামে সৎ মায়ের নির্যাতনে ৪র্থ শ্রেণির
ছাত্র আশিক মোল্যা(১১) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাকড়াইল গ্রামের মিন্টু মোল্যার
ছেলে মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আশিক (১১)
গত বৃহস্পতিবার লাহুড়িয়ার কালিশংকরপুর অনুষ্ঠিত মেলা দেখার জন্য সৎ মা
আফরোজা বেগমের কাছে টাকা চায়। আশিক প্রতিবেশিদের পাটের আঁশ
ছাড়িয়ে বেশ কিছু টাকা জমিয়ে ছিলো। ওই টাকা থেকেই মেলা দেখার জন্য
ওই দিন বিকালে মায়ের নিকট ৩০০’শ টাকা দাবি করে। আফরোজা বেগম
টাকা দিতে না চাইলে আশিক মন খারাপ করে বাড়িরে অদূরে অবস্থান করছিল।
বিষয়টি আশিকের পিতা মিন্টু মোল্যা জানার পর ছেলেকে গাল মন্দ করে
দুজনেই আশিককে মারধোর করে এক পর্যায়ে তার মৃত্যু হয়। মৃত্যুর এ
বিষয়টি ধামাপাচা দিতে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আশিককে ঝুলিয়ে
রাখা হয়। লোহাগড়া থানা এসআই নূর মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।