যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ম্যাথিউ। এতে অঙ্গরাজ্যের অন্তত ৬ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর প্রভাবে সেখানে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে ফ্লোরিডার দক্ষিণপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসায় রাজ্যে জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে আছে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়াও। হারিকেনের কারণে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা স্থগিত রয়েছে। এই ঝড়কে ১১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর।
এর আগে ম্যাথিউ’র তাণ্ডবে হাইতিতে ৪শ’৭৮ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়া ঝড়ের আঘাতে হাইতিতে ধ্বংস হয়ে গেছে দেশটির উপকূলীয় অঞ্চলের অন্তত ৩০ হাজার বসতঘর। জরুরি সহায়তার অপেক্ষায় আছে সাড়ে ৩ লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে এরইমধ্যে রেডক্রসের বিশেষ দল মাঠে নেমেছে।