সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ঢুকে কাওসার নামে এক যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই শিক্ষার্থীকে মারধর করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে তার বোনকেও আটক করা হয়।
অভিযুক্ত কাওসারের দাবি, মেয়েটি পূর্ব থেকেই তার পরিচিত।