[vsw id=”eiV38JCtcss” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
এক দিকে টিকিটের দীর্ঘ লাইন না পেয়ে এক হল থেকে অন্য হল ছুটে বেড়ানো, মুহূর্মুহূ হাত তালি; অন্যদিকে কিছুটা হতাশা, প্রত্যাশা পূরণ না হওয়া আর পুরনো গল্প। দর্শকদের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া গেছে রাজধানীর সিনেমা হলগুলোতে। ভাল সিনেমা হলে দর্শকরা যে হলমুখী হন তার প্রমাণ পাওয়া গেল গত কয়েকদিনে।
দর্শক হল বিমুখ, দিনের পর দিন এমন কথা শুনতে শুনতে যখন সিনেমা হল মালিকরা তাদের ব্যবসা নিয়ে শঙ্কিত; তখনই আশার আলো জ্বালাল আয়নাবাজি। ট্রেইলার দেখেই সব বয়সী মানুষ ছুটে আসছেন হলের দিকে। এমনকি যারা কখনো হলে গিয়ে সিনেমা দেখেননি তারাও টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে প্রচলিত ঘরানার ছবিগুলোর ক্ষেত্রে। একই গল্প আর নির্মাণ শৈলীতে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সিনেমা দেখার।
হল কর্তৃপক্ষ বলছেন, ভাল নির্মাণ, কলাকুশলী আর অভিনয় হলে এখনো হল বাঁচানো সম্ভব।
তবে এসব কিছুর পরেও আয়নাবাজির পাল্টে দেওয়া চিত্র এখন সকলকে স্বপ্ন দেখাচ্ছে প্রেক্ষাপট পরিবর্তনে। অনেকদিন পর এত দীর্ঘসময় হলে হাউসফুল থাকা সিনেমাটি নিয়ে বেশ উৎফুল্ল হল কর্তৃপক্ষ। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন