জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে সরকার বিব্রত হতে পারে, এমন আশঙ্কায় জঙ্গিদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন ।
বিএনপির এই নেতা বলেন, ‘ যাদের খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। তাহলে আমরা মূল পাব কোথায়? সূত্রগুলো পাব কোথায়? মানুষ সন্দেহ করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে এ কারণে যে তাদের জিজ্ঞাসাবাদ করলে এমন সব লোকের নাম বের হতে পারে যাতে সরকার এমব্যারাসমেন্ট (বিব্রত) হতে পারে। আমরা তো দেখলাম এর মধ্যে দলের নিজস্ব লোকজন আছে।’
আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের প্রয়োজনে যেকোনো সময় লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমান এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ।
জঙ্গিবাদ ইস্যুতে নজরুল ইসলাম খান বলেন, জঙ্গি দমনে সফল দল বিএনপি এবং আগামীতে ক্ষমতায় গেলে জঙ্গিদের মূল উৎপাটন করা হবে।