সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলায়
অবস্থিত বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর।শারদীয় দূর্গাপূজাঁ ও
মহরম উদযাপন উপলক্ষে শুক্রবার(০৭ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে সকল
পন্য আমদানী-রপ্তানী বন্ধ হয়েছে।এই বন্দর দিয়ে টানা ৮দিন বন্ধ থাকবে
আমদানী-রপ্তানীর কার্যক্রম।তবে হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে
যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।হিলি কাষ্টসম সিএন্ডএফ এজেন্ট
অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর লিটন জানান,শারদীয় দূর্গাপূজাঁ ও
মহরম উপলক্ষে শুক্রবার(০৭ অক্টোবর)থেকে ৮দিন হিলি স্থলবন্দরের সকল
কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ১৫ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি ভাবে
সকল কার্যক্রম চালু হবে।ওদিকে ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাষ্টসম
ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সনজিত মুজমদার এক পত্রে
জানান,শুক্রবার থেকে আগামী শুক্রবার(০৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর)পর্যন্ত
সকল প্রকার পন্য আমদানী-রপ্তানী বন্ধ থাকবে।হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন(ওসি)
রফিকুজ্জামান জানান,বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ থাকলেও,চেকপোষ্ট দিয়ে
দেশী-বিদেশী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।