রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জ : ঠেকাও সন্ত্রাস, বাঁচাও সমাজ’- স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর কমিউনিটি পুলিশিং সমাবেশ হয়েছে। সমাবেশে গজারিয়ায় নিখোঁজ ২জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী করছে এলাকাবাসী। শনিবার (০৮ অক্টোবর) সকালে গজারিয়া থানার উদ্যোগে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তৃতায় গত ১৪ জুলাই চর বলাকীতে প্রতিপক্ষের হামলায় নিহত ইউপি সদস্য গোলাপ সরকারসহ নিহত তিনজনের হত্যাকারীদের বিচার এবং এ ঘটনায় নিখোঁজ দুজনকে খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের আশ্বাস দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ্ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস প্রমুখ।