নাটোর ব্যুরো অফিস ঃ-
নাটোরে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে রওশন আলী নামের এক কাজীকে
১৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামন অভিযান চালিয়ে এই
দণ্ডা আদেশ দেন। দ-প্রাপ্ত কাজী রওশন আলী দিঘাপতিয়া হাগুড়িয়া
এলাকার চিকু মোল্লার ছেলে। নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম
জুয়েল জানান, রোববার সকালে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের
কাজী রওশন আলী তার বাড়িতে উপজেলার ভাটোদাড়া এলাকার শহীদ
মিয়াজির মেয়ে লিমা খাতুন কে রাজশাহী শহরের সামছুল ইসলামের
ছেলে রনির সাথে গোপনে বিয়ে পড়ান। এসময় গোপন সংবাদের
ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামনের
নেতৃত্বে ভ্রাম্যমান কাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযানের
টের পেয়ে পালিয়ে যায় বর ও কনের পরিবার। পরে কাজী রওশন আলীকে আটক
করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ১৫দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান
আদালত।