রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ শিশু পার্ক মোড়ে বাংলাদেশ
তরিকত ফেডারেশনের রামগঞ্জ উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। রোববার
দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম,এ আউয়াল
এমপি। উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি মাওলানা সাখায়েত হোসেনের
সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
আ’লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান,উপজেলা চেয়ারম্যান আকম
রুহুল আমিন,মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক মেয়র বেলাল আহম্মদ,
ইউপি জাহেদ হাসান ভ’ঁইয়া, সহিদ উল্যাহ,মুজিবুল হক মুজব, বশির আহম্মদ
মানিক,লায়ন আব্দুস সালাম,এমপি স্থানীয় প্রতিনিধি শেখ মিজানুর রহমান,
উপজেলা যুবতরিকত ফেডারেশনের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক
শামছুল ইসলাম, তরিকত নেতা হাফেজ নুরুল হুদা প্রমূখ। পরে প্রধান অতিথি
কাঞ্চনপুর ইউপির নবীগঞ্জ একটি ব্রীজ উদ্বোধন শেষে উপজেলার পূজা মন্ডাপগুলো
পরিদর্শণ করেন।