দেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনে প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার বলতে কিছুই নেই। আজ কেউ নিহত হলে সে সম্পর্কে প্রশ্ন করার নেই, জবাবদিহিতা নেই। আজকে বলা হচ্ছে যে, জঙ্গি নিধন করা হচ্ছে। আমরাও চাই যে, জঙ্গিবাদ ধ্বংস হোক। কিন্তু সেটাতো আমাদের জানতে হবে যে তা আইনের শাসনের মধ্য দিয়ে হচ্ছে। জঙ্গিবাদ বিরোধী অভিযানগুলোতে একজনকেও আমরা জীবিত পেলাম না।
এই বিষয়গুলো জনমনে সন্দেহের সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।