হেলাল শেখ ঢাকা ঃ
ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশু সন্তানকে গলাটিপে খুন করার অভিযোগে তার মাকে পুলিশ
গ্রেফতার করেছে। জানা গেছে, বরিশাল জেলার গৌরনদী থানার দালালপুর এলাাকার ইয়ানুর বেগম (২২) তার
দ্বিতীয় স্বামী শাহজাহান ফকির ও তার শিশু ছেলে রবিউল (৫),কে নিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আইয়ব খানের
বাড়িতে ভাড়া থাকতো।
উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মহিদুল সাংবাদিকদের বলেন, রবিবার মধ্য রাতে শিশু রবিউল
না ঘুমালে তার বাবা মায়ের সমস্যা মনে করে। ছেলেটি রাতে বায়না ধরে না ঘুমানোয় তার মা রেগে মারধর করে
গলাটিপে ধরে। এ সময় শিশুটি অচেতন হয়ে পরে। একপর্যায়ে তার শরীর ঠান্ডা হতে থাকলে দ্রুত শিশুটিকে
গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ রবিউলের লাশটি উদ্ধার করে
নিহতের মা ইয়ানুর বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সোমবার বিকাল ৪ টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জনান, এ ব্যাপারে
নিহত শিশু রবিউলের মায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।