আওয়ামী লীগের এবারের কাউন্সিলের মাধ্যমে দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে এবং আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপ কমিটির বৈঠকে তিনি একথা বলেন। জামাত ছাড়া দেশের সব রাজনৈতিক দলগুলোকে সম্মেলনে দাওয়াত দেয়া হবে বলেও জানান তিনি।
নাসিম বলেন, ‘জাতীয় ক্ষেত্রেও যেমন আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে, মুক্তিযুদ্ধের শক্তিগুলোকে শেখ হাসিনার নেতৃত্বে এক করেছি তেমনি বিদেশেও জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’