মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি ঃ
বুধবার (১২ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে
অস্ত্র ব্যবসায়ী তৌহিদের বাড়ীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল
ও ২টি ম্যাগজিন সহ ১ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা ভারপাপ্ত (ওসি) আবু ও বায়েদের বরাত দিয়ে, উপজেলার নুরুল্লাপুর
গ্রামের মাদক ও অস্ত্র ব্যবসায়ী তৌহিদের বাড়ীতে অস্ত্র বিক্রি হচ্ছে
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে লালপুর থানা ভারপাপ্ত
(ওসি) আবু ও বায়েদের নেতৃত্বে পুলিশের একটি দল তৌহিদের বাড়ী
ঘিরে ফেলে। ওই সময় তৌহিদের সহযোগী নুরুল্লাপুর গ্রামের মৃত হারান
মোল্লার পুত্র ভ্যান চালক শরিফুল ইসলাম (২৫) কে গোপন স্থান থেকে ১টি
বিদেশী পিস্তুল ও ২টি ম্যাগজিন নিয়ে তৌহিদের বাড়ীতে প্রবেশের
সময় ছদ্মবেশী পুলিশে হাতে ধরা পড়ে। এ সময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে মাদকের ৪ মামলার আসামী অস্ত্র ব্যবসায়ী তৌহিদ বাড়ীর ছাদ
থেকে লাফিয়ে পালিয়ে যায়। তৌহিদ (২৮) একই গ্রামের আফতার
সরদারের পুত্র। পরে আটক কৃত অস্ত্রসহ শরিফুলকে আদালতে প্রেরণ করা
হয়েছে।