সোহেল রানা সোহাগ,তাড়াশ(সিরাজগঞ্জ) থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশে একদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ২০১৬
অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,শ্ধুসঢ়;ক্রবার উপজেলার গুল্টা বাজার খেলার মাঠে
আদিবাসীদের ওরাঁও ছাত্র সংগঠনের উদ্দ্যেগে প্রতিবছরের ন্যায় এবারো
একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে। এতে অংশ গ্রহন করে
৮টি এলাকার ৮টি আদিবাসীদের ফুটবল টিম। দিন ব্যাপী ফুটবল লিগের
অনুষ্ঠানে গুল্টা আদিবাসীদের ওরাঁও ছাত্র সংগঠনের সভাপতি রাজিব এক্কা
সভাপতিত্বে,প্রধান অতিথী ছিলেন,তালম ইউনিয়ন আ”লীগের সভাপতি ও
তালম ইউপি চেয়ারম্যান মো.আব্বাস উজ্জামান,বিশেষ অতিথী হিসেবে
ছিলেন,তালম ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক মো.আব্দুল
খালেক,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,ছাত্রলীগ
সভাপতি,এস এম সোহেল রানা প্রমুখ। দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের
মাঝে পুরস্কার তুলেদেন অতিথী বৃন্দ।