নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউপি’র সাধারণ ও বেলকা ইউপি’র
১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ৩১ অক্টোবর হরিপুর
ইউপি’র সাধারণ ও বেলকা ইউপি’র ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত
হবে। মর্মে ঘোষিত তফশীল অনুযায়ী শুক্রবার (১৪ অক্টোবর) প্রার্থীতা
প্রত্যাহারের দিন পর্যন্ত কোন পদে দাখিলকৃত মনোনয়নপত্র কেউই প্রত্যাহার
করেনি। হরিপুর ইউপি’র আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে-৬, ৩টি সংরক্ষিত
সদস্য পদে-১৪ ও ৯টি সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে
বেলকা ইউপি’র ১ নং ওয়ার্ড সদস্য পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলেই নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা
করবেন। আগামী ১৬ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে বলে উপজেলা
নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল মালেক জানান।