ফেনী প্রতিনিধি: ১৪ অক্টোবর বাড়ি ফেরার সময়
জাহাঙ্গীর আলম চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় মারা গেছে
জাহাঙ্গীর আলম (৩০) । ১৩অক্টেবর রাতে সে চট্রগ্রাম থেকে
ছাগলনাইয় নিজ বাড়িতে আসছিল। তার বাড়ি (ফেনী-
ছাগলনাইয়া থানার) পশ্চিম পাঠান গড় (বাহান পুকুর)
এলাকায়। চট্রগ্রাম নগরীর খুলশি থানার আমবাগান
এলাকায় জাহাঙ্গীর আলম এর লাশ উদ্বার করে পুলিশ।ানার ওসি
নিজাম উদ্দিন জানান জাহাঙ্গীর একজন পোশাক শ্রমিক।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই
প্রাথমিকভাবে ধারনা করা হয়।