শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামের পুকুর থেকে
নববধূ রিতা খানমের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫
অক্টোবর) দুপুরে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ
হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে রিতার লাশ উদ্ধার করা হয়। এ
ঘটনায় রিতার স্বামী চয়ন শেখসহ তার পরিবারের সদস্যরা পলাতক
রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিনমাস আগে
নড়াইলের পাকুড়িয়া গ্রামের টিপু শেখের ছেলে চয়নের সঙ্গে
গোপালগঞ্জ জেলার পারচন্দ্রদিঘলিয়া গ্রামের মুজিবর মোল্যার
মেয়ে রিতা খানমের বিয়ে হয়।
রিতার মামা নান্নু সিকদার অভিযোগ করেন, চয়নের পরকীয়ায়
বাঁধা দেয়ায় রিতাকে প্রায়ই মারধর করত তার স্বামী। এ কারণে
তাদের দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছিল। এদিকে, গত
বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ
হওয়ার পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে রিতার মৃতদেহ
উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, রিতাকে শ্বাসরোধে হত্যার পর তার
লাশ পুকুরে ফেলে দেয়া হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় রিতার স্বামীসহ
পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর
রিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে, লাশের শরীরে তেমন
কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।