মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ বাল্য বিবাহ বন্ধ করার জন্য সমাজের সকল মানুষকে এক সাথে কাজ করতে হবে। কোন পরিবার মেয়েদেরকে সমাজের বোঝা মনে করবেন না। তারাই বাংলাদেশের আগামীদিনে ভবিষ্যৎ।
জেলা প্রশাসক সায়লা ফারজানা উপস্থিত অভিবাককে বলেন, আপনার মেয়ের প্রয়োজনীয় নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। আপনার মেয়েকে কারা বিরক্ত করে সে বিষয়টি আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করব।
জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার মাদ্রাসায় পড়–য়া সপ্তম শ্রেণীর (১৪) ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে অভিভাবকদের এসব কথা বলেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জেলা প্রশাসন শায়লা ফারজান বিষয়টি টের পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠায়। পরে মেয়ের অভিবাবকদের কে জেলা সার্কিট হাওজ নিয়ে আসেন। জেলা প্রশাসক মেয়ের অভিবাবকদের সাথে কথা বলে বিয়েটি বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়েসে পরিণত হলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।