প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বিজিবি ও বিএসএফসহ সীমান্তবাসীর মধ্যে সৌহাদ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ
বৃদ্ধির লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উদ্যোগে গত সোমবার (১৭অক্টোবর) হিলি
চেকপোষ্ট শূন্যরেখায় ব্যান্ড শো ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিপরীতে বিএসএফ পতিরাম ১৯৯
ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে বিজিবি ও বিএসএফের দু’টি ব্যান্ড দল পৃথক
পৃথক ব্যান্ড শো পরিবেশন করে। বিএসএফের একটি সঙ্গীত শিল্পীরা সঙ্গীত
পরিবেশনের পাশাপাশি বাংলাহিলি ও ভারতের হিলির স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন
করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. হাসিব এবং ভারতে বিএসএফ পতিরাম ১৯৯
ব্যাটালিয়নের কমান্ডেটেন্ড আলকেছ সিন্ধসঢ়;হাসহ বিজিবি হিলি সিপি
কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান ও বিএসএফের ভারত হিলির কোম্পানী
কমান্ডার এনামূল হক।
অনুষ্ঠান শেষে অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের
বলেন, বিজিবি এবং বিএসএফের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যান্ড দল
প্রতিটি ইউনিটের একটি ঐতিহ্য। ভ্রাতৃত্ব এবং ঐতিহ্যে বর্ডার ব্যবস্থাপনা
আরও উন্নত করতে আমাদের মধ্যে এ আয়োজন। স্বাধীনতার পর এ ধরনের আয়োজন
হিলি সীমান্তে এটিই প্রথম। প্রদর্শনীতে দ্ধুসঢ়;ই দেশের ব্যান্ড দল দেশাত্ববোধক
গান ও যন্ত্র সংগীত প্রদর্শন করে। এছাড়াও উভয় দেশের স্থানীয় শিল্পীরা নৃত্য
পরিবেশন করে।
প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানিয়দের মধ্যে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান দেখার জন্য দুই দেশের বাসিন্দারা
সীমান্তের শূন্যরেখা আঙ্গীনায় ভিড় জমান।