মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে।
উপজেলার সর্বত্রই ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে মহামারী আকার ধারন করেছে।
পোকার আক্রমনে কৃষকেরা দিশেহারা হয়ে পরেছে। এ পোকা দেখা দিলে ১/২ দিনের
মধ্যে ধান গাছ শুকিয়ে লালচে বর্ন করে ফেলে। কৃষকেরা বলছে ক্রমাগত বালাইনাশন
প্রয়োগ করার পরেও এ কারেন্ট পোকার আক্রমন ঠেকানো যাচ্ছেনা। পরিস্থিতি এমন
যে, কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি ৫/৬ মন ধান উৎপাদন হবে না। জানা
যায়, স্বার্ণা জাতের ধান ক্ষেতে বেশি পরিমান বাদামি ঘাসফড়িং এর আক্রমন হয়ে
থাকে। ধান গাছের পেটে শীষ আসার সময় বা ধানের শীষ বের হয়ে আসার সময়
হয়েছে ঠিক সে সময় ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন করে। কৃষকরা কোন কূল
কিনারা না পেয়ে বাজারে সার, বীজ, কীটনাশক বিক্রেতাদের নিকট ধর্না দিচ্ছে।
এ সুযোগে ওই বিক্রেতারা তাদের খেয়াল খুশিমত বিভিন্ন কোম্পানীর কীটনাশক
¯েপ্র করার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে,
কৃষকরা পাগলের মত হয়ে কারেন্ট পোকার কীটনাশক ব্যাবহার করছে। সারা মাঠ
কৃষকদের কাঁধে কীটনাশক ছিটানো ¯েপ্র মেশিন। মাঠে গিয়ে কৃষকদের
সাথে কথা বলে জানা গেছে, ৮০ ভাগ ধান ক্ষেতে কারেন পোকার আক্রমণ দেখা
গিয়েছে। আমরা দিন রাত ধান ক্ষেতে কীটনাশক ছিটানোর কাজে ব্যস্ত হয়ে
পড়েছি । উপজেলা কৃষি দপ্তর থেকে জানা যায় ৪টি ইউনিয়ন ১ টি পৌরসভায়
১১হাজার ৬ শত জমিতে আমন চাষ করা হয়েছে। তার মধ্যে হাইব্রিট জাতের ৩ শত
হেক্টর আর ১১ হাজার ৩শত জমি উফসি জাতের চাষ হয়েছে