রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া ফাঁড়ী থানার
ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার গভীররাতে
ডাকাতিকালে করপাড়া গ্রামের জুনর বাড়ি থেকে অভিযান চালিয়ে
চাঞ্চল্য সহেল হত্যার চার্জসীটভুক্ত আসামী এমরান হোসেন (৩৫)কে
গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এমরান হোসেন উপজেলার পূবর্ করপাড়া
গ্রামের জুনর বাড়ীর মরহুম আলিমের ছেলে।
থানাসহ স্থানীয়রা জানান,ধৃত এমরান হোসেন চাঞ্চল্য সহেল হত্যা,
পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার চার্জশীট ভুক্ত আসামী,
শুক্রবার গভীর রাতে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে জুনর আলী সুপারী
বাগানে ৭/৮ জনের ডাকাতদল ডাকাতি প্রস্তুতি নেয়। সংবাদ পেয়ে
মোহাম্মদীয়া ফাঁড়ী থানার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন নেতৃত্বে
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমরান হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার
করলেও সহযোগীরা পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানায়,
এমরান হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি হত্যা,ডাকাতি,
মাদকের মামলা রয়েছে।