আশুলিয়ায় বন্দুকযুদ্ধে রাসেলদেওয়ান নামে
একচিহ্নিত সন্ত্রাসী নিহতহয়েছে। সে সময় একটি পিস্তল ও কয়েক রাউন্ড
গুলীর খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশজানায়,নিহতসন্ত্রাসী আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি
এলাকার পিয়ারআলীর ছেলে।
রবিবার ভোড় সাড়ে তিনটায় আশুলিয়ার চারিপারা এলাকায় এ ঘটনা
ঘটে। পুলিশ সুত্র আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতেশনিবার রাতে
তাকে আটক করে পুলিশ। আটকের পর অস্ত্র সহযোগীদের আটকের জন্য
তাকে নিয়ে কুরগাও চারিগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ।পুলিশ এর
ভাষ্য সেখানে আগে থেকেই উৎপেতে থাকা সন্ত্রাসিরা পুলিশকে লক্ষ্য করে
গুলী ছোড়ে । এ সময় পুলিশ ও পাল্টা গুলী ছোঁড়ে । এই বন্দুকযুদ্ধের
এক পর্যায়ে সন্ত্রসীদের গুলিতে রাসেল দেওয়ান আহত হয় ও সন্ত্রাসীদের
বাকী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। রাসেল দেওয়ানকে গুরুতর আহত
অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাহয় কিন্তু অবস্থার উন্নতি না হওয়ার
কারনে তাকে সাভার উপজেলা হাসপাতালে নেয়ারপর কর্তব্যরত ডাক্তার
তাকে মৃত ঘোষণা করে।এ সময় ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির
খোসা ও একটি পিস্তল উদ্ধার করা হয় । পুলিশ আরো জানিয়েছে, নিহত
রাসেল দেওয়ান এর নামে সাভার আশুলিয়া মানিকগঞ্জ থানায় ডাকাতি খুন
ধর্ষণ ছিনতাই সহ ১৪ টি মামলা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত
বন্দুকযুদ্ধে নিহত রাসেলের লাস ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল
কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মহসিনুল কাদির বিষয়টি আমাদের প্রতিবেদক কে নিশ্চীত
করেছেন।