রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সম্মেলনের নামে পুরো ঢাকা দখল করে আওয়ামী লীগ যা করছে, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তা করা শোভা পায় না।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত। যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দেয়, দলের নেতাকর্মীদের গুম-খুন, মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে কিভাবে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায় না।’
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, তাঁর দলের নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে মেরুদণ্ড নিয়ে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না।
আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে রিজভী বলেন, তারা গোটা রাজধানী দখল করে লাল-নীল বাতি জ্বেলে সম্মেলন করছে। একটা রাজনৈতিক দলের সম্মেলন এভাবে হতে পারে না।