একে.এম নাজিম, হাটহাজারীঃ হাটহাজারী সদরের পৌর এলাকা
থেকে আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের পশ্চিমে বায়তুল
হাকিম জামে মসজিদ সংলগ্ন পুকুর পাড় থেকে একটি অজ্ঞাত
লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে ৫৫
থেকে ৬০ বছর বয়সি এই অজ্ঞাতনামা বৃদ্ধ বিষপানে মৃত্যু
হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে একটি
খালি বিষের বোতল উদ্ধার করা হয় বলে জানা গেছে।
অজ্ঞাত লাশ উদ্ধারকারী মডেল থানার এস.আই নজরুল ইসলাম বলেন,
স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে দুপুর আনুমানিক দুইটার
দিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ৫৫
থেকে ৬০ বছর বয়সি এই বৃদ্ধের মুখে বিষের ফেনা বেরিয়ে
আসে। লাশ সামান্য অদূরে বিষের খালি বোতলটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার (ওসি) মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর
জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি
জানান।