ঢাকা: সাবেক ছাত্রনেতা শফিউল বারি বাবু সভাপতি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলীকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার নির্দেশে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
এর কিছুক্ষণ পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। সহ সভাপতি হয়েছেন গোলাম সারোয়ার।
এছাড়া ১ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে সাইফুল আলম ফিরোজকে। যুগ্ম সম্পাদক হয়েছেন সাদরাদ জামান।
এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে সাদেক আহমেদ খানকে।