নির্বাচন কমিশন (ইসি) গঠনে সব দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে এমন কমিশন চায় মানুষ। সেই আলোচনা যেন শুধু লোক দেখানো না হয়।
বিএনপি নেতা বলেন ‘আমরা এ কথা বলি না, আমাদের পছন্দের লোক দিতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য। খালি এ কথা বললে হবে না যে আমরা সবার সঙ্গে আলোচনা করেছি। কিন্তু শুনি নাই তাদের কথা। এই আলোচনার কোনো অর্থ নাই। এই রসিকতার অর্থ নাই। সবার সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে করতে হবে এবং এমন সব লোক দিয়ে করতে হবে যে লোকগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন।’