রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ও হামলাকারী দুই ছাত্রলীগ নেতাকে অবশেষে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে। সংশ্লিষ্টদের দাবি, এসব অস্ত্র অবৈধ। তাদের নামে অস্ত্রের কোনো লাইসেন্স নেই।
এ নিয়ে গণমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি। তাদের প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে