কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে কয়েক পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং বাকি একজন হাসপাতালে মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা হলেন চাঁদপুরের রোজিনা, সুনামগঞ্জের রাজিয়া এবং রায়পুরার শিশু ফারহান।
এসআই আরো জানান, প্রেস পরিবহনের একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ফুটপাতে উঠে পাঁচজনকে চাপা দেয়।
আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।