মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ১শ নৌ-পুলিশ সদস্যদের জন্য নির্মিত
হওয়া ব্যারাক ভবন উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার
মিরকাদিমে নবনির্মিত এ ব্যারাকের উদ্বোধন করা হয়। এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ বিভাগের নৌ-পুলিশের ডিআইজি
মোঃ মনিরুজ্জামান । পূর্ব বিভাগ নৌ-পুলিশ সুপার মোঃ আব্দুল
মান্নান পিপিএম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত ডিআইজি
(প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ
মাহমুবুর রহমান,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জাহেদুল আলম
পিপিএম,মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব
লাবনীসহ নৌ-পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে ডিআইজি মোঃ মনিরুজ্জামান বলেন,সরকার নদী মাত্রীক দেশে
নৌ-পথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে ব্যাপক কর্মসূচি হাতে
নিয়েছে। আমরা নৌ-পথকে নিরাপত্ত্বা বলয়ে নিয়ে আসতে কাজ করে
যাচ্ছি। নদী পথে যে কোন অপরাধের মূলক কর্মকান্ড কঠোর হাতে প্রতিহত
করা হবে। তাই নৌ-পুলিশ বিভাগকে আরো গতিশিল করার লক্ষে নৌ-পুলিশের
সদস্য বাড়ানোর চেষ্টাও চলছে।