একে.এম নাজিম, হাটহাজারী :
হাটহাজারীতে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সারকার
হতেবরাদ্দকৃত ২য় দফা চাউল ১০১টি পুজা মন্ডপের কমিটির সংশ্লিষ্টরা এবার ডিও বিক্রয় করে
সন্তোষ প্রকাশ করেছেন। পূজা ¯œডপের কমিটির পছন্দমতে তাদের ডিও গুলো ডিলারদের
কাছে বিক্রয় করতে পেরে মহা-খুশি হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার সর্বোচ্চ মূল্য দিয়ে
তাঁরা তাদের ডিও গুলো বিক্রয় করতে পেরেছে বলে জানয়। হাটহাজারী উপজেলার বিভিন্ন
এলাকায় ১০১টি পূজা মন্ডপের জন্য মোট ৫০,৫০০ মেঃটন চাউল বরাদ্দ আসে সরকার হতে। এই
ডিও (চাউল) গুলো বিক্রয় করতে পূজা কমিটির সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়নি, কোন
প্রকার সিন্ডিকেট ছাড়াই বিক্রেতারা সুষ্ঠভাবে ডিও গুলো বিক্রয় করে। এক্ষেত্রে কোন
রাজনৈতিক প্রভাবও পড়েনি। বিভিন্ন এলাকার পূজা কমিটির কর্মকর্তা ও ডিলারদের মধ্যে
প্রকাশ্য নিলামের মাধ্যমে ডিওর মূল্য নির্ধারন করা হয়। ৮৭ জন ডিও বিক্রেতা ও ডিলারদের
উপস্থিতিতে নিলাম ডাকে। এই ডাক সর্বোচ্চ ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশত টাকা)
পর্যন্ত মূল্য উঠে। ডিলার মোঃ আইয়ুব ১৪,৫০০/- টাকা দরে কমিটির সংশ্লিষ্টদের কাছ
থেকে ডিও গুলো ক্রয় করেন। পূজা কমিটির লোকজন প্রকাশ্য খোলামেলা ভাবে ডিও গুলো
বেচাকেনা করেছে। ফটিকা নবারুন সংঘের পূজা মন্ডপের কমিটির সভাপতি সৌমজিৎ
সেন জানান এই রকম সুন্দর সুষ্ঠ ভাবে ডিও বিক্রি বিগত বছরের মধ্যে হয়নি। উক্ত সংগঠনের
যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিলার অশোক সেন এই প্রতিবেদককে জানান উপজেলার
বিভিন্ন এলাকার পূজা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের মধ্যে নিলামের মাধ্যমে
ডিও গুলোর মূল্য নির্ধারন করে ক্রয় বিক্রয় হয়েছে। নিলামের সময় পূজা কমিটির অনুরোধে
নিলামে উপস্থিত হয়ে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ
মোর্শেদ এই সময় পূজা কমিটির লোকজনকে বলেন আপনারা যার কাছ থেকে বেশি টাকা
মূল্য পান তার কাছে আপনাদের ডিও গুলো বিক্রি করবেন। যাতে দুই-এক টাকা বেশী পেলে যেন
আপনারা লাভবান হতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বরাদ্দকৃত
চাউল সুষ্টভাবে বন্টন করাই আমাদের কাজ। এই প্রথম হাটহাজারী পূজা মন্ডপগুলোতে স্থানীয়
সংসদ সদস্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আমিসুল ইসলাম মাহমুদ এই বরাদ্দ
দিয়েছেন।