মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার নর্থ বেঙ্গল সুগার মিলের ৭টি কৃষি ও বানিজ্যিক
খামারের দৈনিক হাজিরার প্রায় ৭ শতাধিক শ্রমিক মজুরী বৃদ্ধির
দাবিতে পৃথক পৃথক ভাবে মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
করেছে। কৃষ্ণা খামারের শ্রমিকরা বিক্ষোভ চলাকালে নর্থ বেঙ্গল
সুগার মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) রাকিবুর রহমান খান সহ
অন্যান্য কর্মকর্তাদের প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
জানাগেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা, মুলাডুলি,
নরেন্দ্রপুর, বড়াল, নন্দা, ভবানীপুর এবং মহিষ বাথান কৃষি ও
বানিজ্যিক খামারের দৈনিক হাজিরার পাহারাদার ও দক্ষ শ্রমিকরা
মজুরী বৃদ্ধি, নৈশ ভাতা বৃদ্ধি ও সপ্তাহে ৭ দিন কাজের দাবিতে
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এক যোগে খামার সমূহের
অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।
নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের শ্রমিকেরা
জানান, সাধারণ শ্রমিকের মজুরী বাড়লেও দৈনিক হাজিরার
পাহারাদার ও দক্ষ শ্রমিকের মজুরী বাড়ানো হয় নি। তারা মাত্র
প্রতিদিন ১৬৫ টাকা মজুরীতে কাজ করছেন। এছাড়া সপ্তাহের ৩/৪
দিনের বেশি কাজ পাওয়া যায়না। আবার প্রতি সপ্তাহে মজুরী
দেওয়ার সময় রাজস্ব টিকিটের নামে ১০ টাকা করে মাসে ৪০
টাকা কেটে নেওয়া হয়। অথচ মিলের কর্মকর্তা ও অন্যান্য
শ্রমিকদের মাসে রাজস্ব টিকিটে ১০ টাকার বেশি কাটা হয় না।
নৈশ ভাতা দেওয়া হয় মাত্র ৫ টাকা যা অমানবিক।
এব্যাপারে কৃষ্ণা খামারের সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মোঃ
খায়রুজ্জামান বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া গুলো লিখিত আকারে
দিলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে কর্মবিরতির
বিষয়টি মোবাইল ফোনে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন)
খামার শ্রমিকদের আন্দোলনের ঘটনার সত্যতা শিকার করেন।