মোঃ আখলাকুজ্জামান,গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাইনদী ও চলনবিলে বুধবার দিনভর বিশেষ
অভিযান চালিয়ে ৯টি সোঁতিজাল উচ্ছেদ করেছে র্যাব-৫। নাটোরের
কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাব-
৫ এএসপি শেখ নজরুল ইসলাম ও ডিএডি মো.আনোয়ার হোসেন
অভিযানটি পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানে ৩২জন র্যাব সদস্য ছাড়াও
প্রায় ২৫জন দিনমজুর অংশগ্রহণ করেন।
গুরুদাসপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান জানান,
উপজেলার জ্ঞানদানগর স্লুইসগেট থেকে হরদমা কাটা নদী হয়ে বিলশা পর্যন্ত
ওই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বুদ্দু ব্যাপারী (৫০) ও হালিম
ব্যাপারি (৫০) কে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১
মাস করে জেল ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সোঁতির
কাজে ব্যবহৃত বাঁশ, নৌকা, নেটজাল ও জিআই তারসহ বিভিন্ন সরঞ্জামাদি
আটক করেন ভাম্যমান আদালত।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রছায়ায় লালিত নেতা-
কর্মিরা জ্ঞানদানগর স্লুইসগেট, আত্রাই নদীর বিভিন্ন পয়েন্ট ও হরদমা-
বিলশার কাটা নদীসহ পিপলা কাটা নদীতে পানি প্রবাহের প্রতিবন্ধকতা
সৃষ্টি করে মাছ শিকার করছিল। এতে আবাদী জমি থেকে পানি নামতে
বিলম্ব হওয়ায় রবিশস্য চাষ ব্যহত হচ্ছিল।