ঢাকা : নির্বাচনের পূর্বে বেশির ভাগ জরিপে ডেমোক্রেট হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও সব জ্বল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিপাবলিক ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের বিজয়ের পর দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগো নিউজের কাছে তার প্রত্যাশার কথা জানিয়েছেন।
তিনি মনে করেন, ট্রাম্প ক্ষমতায় আসলেও বাংলাদেশের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা তা বলতে পারবো না। তবে দেশের সবাই প্রত্যাশা করবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি গণতন্ত্র যাতে সব দেশে চলে সেজন্য কাজ করবে।
মির্জা ফখরুল বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র একটি নেতৃত্বস্থানীয় দেশ, তাই গণতন্ত্র যেন সব দেশে চলে এবং ঠিক মতো কাজ করতে পারে সেজন্য প্রত্যাশা থাকবে যে যুক্তরাষ্ট্র তার ভূমিকা পালন করবে।
মির্জা ফখরুল আরো বলেন, যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা জনগণের মতামত সম্পূর্ণরূপে মূল্যায়ন করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে ট্রাম্প নির্বাচিত হয়েছেন।