এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার্থী মারজান সহ তার মা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা তাদের বহনকারী আটো ভ্যানের মালিক কেও মারপিট করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর মোহাম্মদ আব্দুল্লাহ ও পরীক্ষাথীর মা হাওয়া বেগম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
আহত জেডিসি পরীক্ষার্থী মারজান (১৪) উপজেলার আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার থেকে চলতি বছর জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে। রোববার আমতলী থেকে মামার অটোভ্যানে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে মোরেলগঞ্জে আসার পথিমধ্যে মহাসড়কের বাদশার মিয়ার হাট এলাকার অদূরে পৌছালে ভাষানদল গ্রামের শাহাজাহান হাওলাদারের পুত্র রিয়াজুল হাওলাদার সহ ৩জন মটর সাইকেল যোগে পূর্বপরিকল্পিতভাবে অটোভ্যানের পথরোধ করে মারপিট করে। এতে পরীক্ষার্থী মারজান , মা হাওয়া বেগম ও ভ্যান চালক মামা আহত হয়। ছাত্রী মারজানকে প্রতিনিয়ত উত্যক্ত ও প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তাদের মারপিট করা হয় বলে জানা গেছে।