রাজশাহীতে নিজ পিস্তলের গুলিতে নিহত হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলাম
বুধবার দুপুরে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার নিজ বাসায় গুলিবিদ্ধ হন মাইনুল ইসলাম। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ও নিহতের ছেলে জানায়, নিহত মাইনুলের বিভিন্ন ব্যাংকের কাছে মোটা অংকের ঋণ রয়েছে। তিনি টাকার বিষয়ে মানসিক চাপেই আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তার ডান কান দিয়ে গুলি ঢুকে বাম কান দিয়ে বেরিয়ে গেছে।