ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল। গত ৫ নভেম্বর তাঁর বাড়ির আঙিনায় রাখা পাটখড়িতে আগুন দেওয়া হয়। অঞ্জন কুমার দেব উপজেলা যুবলীগেরও সভাপতি।
এ ব্যাপারে অঞ্জন কুমার দেব বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে কে বা কারা গোয়াল ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো ক্ষতি হয়নি।’ তিনি আরো বলেন, ‘এলাকায় এত নিরাপত্তা, র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আছে। তারপরও এ ঘটনা কীভাবে ঘটল তা বুঝতে পারছি না।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আগুন নেভায়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা আহত হওয়ার ঘটনাও ঘটেনি।’
চলতি মাসের শুরুতে নাসিরনগরে একাধিক মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।