সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে (৬২) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার রাতে নগরীর চালিবন্দর এলাকার নিজ বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে দুদক। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক আইনের ৪ ধারায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি সুহেল।
জানা যায়, ২০১৪ সালে সুব্রত চক্রবর্তীর কাছে তাঁর সম্পদের হিসাব চেয়েছিল দুদক। কিন্তু তিনি এ হিসাব জমা দেননি। ফলে ২০১৫ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা হয়।