পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল বাজারে এ ঘটনা ঘটনা ঘটে। লাশ দুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা রয়েছে।
নিহত দুজন হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান গ্রামের নুরজামালের ছেলে দেলোয়ার হোসেন (২২) এবং একই উপজেলার তীরনইহাট ইউনিয়নের জুগিগজ গ্রামের মো. আলমের ছেলে আশরাফুল ইসলাম (২২)। দুজনই ভজনপুর ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত তিনজন হলেন শাওন (২৪), দীপ (১৫) ও নয়ন (২৫)। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক তেঁতুলিয়া যাচ্ছিল। একই দিকে আরো দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে জগদল বাজারে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হন। অপর মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে পড়ে গিয়ে আহত হন।
স্থানীয় লোকজন নিহত ও আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এস এম মাহামুব উল আলম দুজনকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহছে উল গণি জানান, চালক ও ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।