নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রামে নিখোঁজ থাকার তিন
দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ
উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন মোল্যা (২৫) দেবী গ্রামের
ইকবাল মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম
ইউনিয়নের দেবী গ্রামের মামুন মোল্যা (২৫) গত সোমবার (১৫
নভেম্বর) বিকালে বাড়ি থেকে বের হন । পরে তার ব্যবহ্নত মোবাইল
ফোনটি রাতে বন্ধ পাওয়ার পরে পরিবারের সদস্যরা এবং আত্বীয়-
স্বজনেরা বিভিন্ন জায়গায় মামুনের খোঁজ-খবর নিয়েও তার
কোন সন্ধান পায়নি। গত বুধবার মামুনের বড় ভাই মঞ্জুর মোল্যা
ভাই নিখোঁজের ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে অবহিত
করেন। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে
মামুনের ক্ষত-বিক্ষত লাশ তার বাড়ির পাশের একটি ধান ক্ষেতে পড়ে
থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। এসময় মামুনের
পরিবারের সদস্যরা মামুনের লাশ শনাক্ত করে।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানার এস আই প্রবীর
দাসের নেতৃত্বে এক দল পুলিশ নিহত মামুনের লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। পুলিশ
জানিয়েছে, নিহত মামুনের শরীরের মাথায়, ঘাড়ে ধারালো অস্ত্র
দিয়ে কোপানোসহ দু’পায়ের রগ কর্তন করে তার পুরুষাঙ্গ কেটে
ফেলা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)
জাহাঙ্গীর আলম হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।