ম্যাচটা রুবেল হোসেন হারিয়ে দিচ্ছিলেন। কিন্তু ১৯তম ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে জয়ের দিকে ঠেলে দিলেন। শেষ পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচে বরিশাল বুলসকে নাটকীয় ম্যাচটায় ১২ রানে হারাল রংপুর। ৪ ম্যাচে রংপুরের ৩ জয় হলো। বরিশাল ৫ ম্যাচ খেলে দ্বিতীয়টি হারল।
অনেক ঘটনার ম্যাচ এটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোহাম্মদ মিথুন, লিয়াম ডসন, শহীদ আফ্রিদিরা বড় রান দিয়েছিলেন রংপুরকে। ৬ উইকেটে ১৭৫। কিন্তু শক্তিশালী ব্যাটিংয়ের বরিশালের বিপক্ষে ভয় ছিল। তাড়া করতে নেমে প্রথমে পিছিয়ে পড়ল বরিশাল। এরপর জিভান মেন্ডিস ও নাদীফ চৌধুরীর ঝড়ে জয়ের পথে ছুটল। কিন্তু শেষ মেষ ১৯.৪ ওভারে ১৬৩ রানে অল আউট বরিশাল।