আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার ম্যাটলার অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, ম্যাডলার কারখানার আটতলা ভবনের নিচতলার স্টোররুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পরিস্থিতির অবনতি হলে গাজীপুরের টঙ্গীর দুটি ও সাভারের একটিসহ মোট সাতটি ইউনিট কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানা সন্ধ্যা ৭টায় ছুটি হয়ে যায়। তবে শিপমেন্টের মালামাল নেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।